Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাঙ্গীরনগরে ৬ শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২১ ২১:১৪

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে অনলাইনে মৌখিক পরীক্ষার মাধ্যমে ছয়জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন। রিটে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতের আর্জি জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ইউজিসির চেয়ারম্যান, জাবির উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে দর্শন বিভাগে ছয়জন শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়। এ পরিপ্রেক্ষিতে আগামী ১২ জুন অনলাইনে সিলেকশন বোর্ড (মৌখিক পরীক্ষা) আহ্বান করা হয়। করোনার সময় যেখানে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছে না, সেখানে তড়িঘড়ি করে অনলাইনে ভাইভা নিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে হঠকারী বলে এটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন জাবির দর্শন বিভাগের শিক্ষকরা।

এরপরও নিয়োগ প্রক্রিয়া স্থগিত না করায় তাদের এ বিষয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব না পেয়ে রিট দায়ের করা হয় বলে জানান আইনজীবী সৈয়দা নাসরিন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টপ নিউজ নিয়োগ রিট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর