নারকেলের ভেতরে হেরোইন: মা-মেয়ে রিমান্ডে
১১ জুন ২০২১ ০০:১৮
ঢাকা: নারকেলের ভেতরে ৪০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার মা সাফিয়া খাতুন (৭০) এবং মেয়ে আসমাকে (৪০) জিজ্ঞেসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই অভিজিৎ পোদ্দার দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এ সময় আসামিদের পক্ষে খন্দকার মহিবুর রহমান আপেল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ রিমান্ডের আদেশ দেন।
গত বুধবার (৯ জুন) রাজধানী ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান চালিয়ে নারকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় মা-মেয়েকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ৪৭৫ টাকা জব্দ করা হয়। ওই ঘটনায় যাত্রাবাড়ীর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
সারাবাংলা/এআই/একে