Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস নেই: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২১ ১৭:৩৬ | আপডেট: ১২ জুন ২০২১ ০৯:০০

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ ( জি এম) কাদের বলেছেন, আন্তর্জাতিক ভ্যাকসিন কূটনীতিতে বাংলাদেশ সাফল্য পাচ্ছে না। সরকারের পক্ষ থেকে প্রতিদিন ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশার বাণী শোনানো হচ্ছে কিন্তু দৃশ্যমান কোনো সাফল্য নেই। পররাষ্ট্রমন্ত্রী নিজেই গতকাল বলেছেন, অনেক দেশ আমাদের ভ্যাকসিন দিতে সম্মত হয়েছে, কিন্তু কবে দেবে তা কেউ বলতে পারছে না।

শুক্রবার (১১ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। এসময় তিনি বলেন, এ পরিস্থিতির কারণেই ভ্যাকসিন নিয়ে সরকারি আশ্বাসে সাধারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে।

জি এম কাদের আরও বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ভ্যাকসিন আমদানির কারণেই ভ্যাকসিন পাওয়ার বিকল্প উৎস রাখা হয়নি। এতে একটি কোম্পানি ভ্যাকসিন আমদানি করে বেশ কয়েক কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে কিন্তু চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পাওয়া যায়নি। আবার বিকল্প কোনো উৎস না থাকায় ভ্যাকসিন প্রয়োগের স্বাভাবিক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এরই মাঝে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন এমন প্রায় ১৫ লাখ মানুষ আদৌ দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।’

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে আটকা পড়েছে দেশের কোটি কোটি মানুষের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা। এখন সরকারিভাবে কত দ্রুত করোনার ভ্যাকসিন দেওয়া হবে, দেশের মানুষ সেদিকেই তাকিয়ে আছে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

করোনা করোনাভাইরাস করোনার ভ্যাকসিন কোভিড-১৯ জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর