Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের চিকিৎসা করাতে গিয়ে মারধরের শিকার দুই শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২১ ০৮:৫৯

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে গিয়ে অতিরিক্ত টাকা না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেছেন ওই হাসপাতালের বেশ কয়েকজন কর্মচারী।

শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ (নবম ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ ও তার ছোটভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদ করিম।

তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।

রিয়াদ বলেন, ‘মায়ের চিকিৎসার জন্য ছোট ভাইকে সঙ্গে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসি। সেখানে দায়িত্বরতরা ভর্তির জন্য ৩০ টাকার জায়গায় ১০০ টাকা অতিরিক্ত দাবি করে। অতিরিক্ত টাকা দিতে না চাওয়ায় আমাকে তারা আমাকে চাপ প্রয়োগ করে। প্রতিবাদ করলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সেখানে উপস্থিত কয়েকজন স্টাফ। একপর্যায়ে আমাকে তারা মারধর করে। আমার ছোট ভাই রাশেদ প্রতিবাদ করলে তাকেও মারধর করে।’

রাশেদ করিম বলেন, ‘আমার ভাইকে মারধর করা অবস্থায় আমি মোবাইল দিয়ে তাদের ছবি তোলার চেষ্টা করি। তারা আমাদের সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। চলে যাওয়ার সময় মোবাইল ফেরত দিলেও মানিব্যাগ দেয়নি। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।  আমার ভাই ও মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায়।’

রংপুর মেডিকেলে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ওই শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছি। ওই দুই ভাইয়ের সঙ্গে যে আচরণ হয়েছে তা থানায় জানিয়েছি।’

বিজ্ঞাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘খবর পেয়ে আমি হাসাতালে যাই। তাদের খোঁজখবর নিই।’

তিনি বলেন, ‘বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আইনি প্রক্রিয়ায় যাব।’

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/একে

টপ নিউজ বেরোবি শিক্ষার্থী রংপুর রংপুর মেডিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর