Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫, মৃত্যু ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২১ ১৫:৫০

যশোর: যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ শতাংশ। মারা গেছেন তিনজন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে ৬৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে করোনা সংক্রমণ রোধে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় ঘোষিত লকডাউন কার্যকর করতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, রোগী ভর্তির চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। যা নির্ধারিত শয্যা সংখ্যার দ্বিগুণ। বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি রয়েছেন ৬৪ জন ও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৪২ জন।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, করোনা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ৩৮টি মামলা দিয়ে জরিমানাও আদায় করা হয়েছে এবং এ অভিযান আজও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস যশোর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর