Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা বাহিনীকে বিধিবহির্ভূত কাজ না করার আহ্বান সিইসি’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২১ ১৬:৪৪

বরিশাল: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা কোন দল বা কোন মতের সেটা প্রাসঙ্গিক নয়, নির্বাচন কমিশনের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিধিবহির্ভূত কোনো কাজ না করার আহ্বান জানান।

শনিবার (১২ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সভা বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করলেও বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম, সে রকমের ২০৮টি ইউনিয়ন পরিষদে ২১ জুন নির্বাচন হবে। এর আগে যেমন বরিশাল বিভাগের কর্মকর্তারা নির্বাচন সম্পন্নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, আশা করি এবারও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

সারাবাংলা/এমও

আইনশৃঙ্খলা বাহিনী টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর