Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২১ ১৭:৩৪

ফাইল ছবি

ঢাকা: বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ করেছে সৌদি আরব সরকার। এতে এবারও বাংলাদেশিরা হজ করার সুযোগ পাচ্ছেন না।

শনিবার (১২ জুন) সৌদি আরব সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে। সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় এবারও বিদেশিদের জন্য হজ করার সুযোগ থাকছে না।

এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সারাবাংলাকে তিনি বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানতে পেরেছি করোনাভাইরাসের কারণে এবছরও বিদেশিরা হজ করতে পারবেন না। সৌদি আরব সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। তাই এবার আমরাও হজের আর কোনো প্রস্তুতি নিচ্ছি না।’

জানা গেছে, সৌদি আরব সরকার এবার করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধের কারণে শুধু তাদের দেশের নাগরিক ও দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এ বছর মোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন। করোনা মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। এ থেকে প্রতিবছর ১২০০ কোটি মার্কিন ডলার আয় করতো সৌদি সরকার।

উল্লেখ্য, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটিতে আগের ২৫ লাখ থেকে ২০২০ সালে এ সংখ্যা ওমরাহ ও হজ মিলিয়ে আগত মুসুল্লিদের সংখ্যা ২ কোনটিতে উন্নীত করার। আর ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিলেন। এই পরিকল্পনা অনুযায়ী শুধু হজ থেকে ৫০ বিলিয়ন রিয়াল অর্থাৎ ১৩ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল সৌদি আরব সরকার।

সারাবাংলা/জেআর/পিটিএম

বাংলাদেশি সৌদি আরব হজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর