Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধি, কৃষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২১ ২২:১১

কুড়িগ্রাম: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন কুড়িগ্রামের আলু চাষী ও ব্যবসায়ীরা। শনিবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে রংপুর-কুড়িগ্রাম সড়ক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় কৃষক নেতা আকবর আলী, কৃষক আন্দোলনের আহবায়ক আইয়ুব আলী, আলু ব্যবসায়ী সমিতির পরিচালক মোস্তফা মিয়া ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ব্যাপারীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, গত মৌসুমে হিমাগারে আলুর বস্তা প্রতি ভাড়া ছিল ২৫০ টাকা। কিন্তু এ বছর জেলার ৪টি হিমাগারের মালিক মিলে ভাড়া বাড়িয়ে বস্তা প্রতি ৩৩০ টাকা নির্ধারণ করেছে। অথচ রংপুর বিভাগের অন্যান্য জেলায় বস্তা প্রতি ভাড়া নেওয়া হয় ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এ ব্যাপারে হিমাগারের মালিকদের সঙ্গে যোগাযোগ করেও দাম না কমানোয় আন্দোলন করতে তারা বাধ্য হচ্ছেন বলে জানান।

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর ফলে একদিকে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্থ হবেন, অন্যদিকে বাজারে আলুর দামও বেড়ে যাবে। অবিলম্বে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসে পুর্বের ভাড়ায় আলু রাখার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া নেতারা।

সারাবাংলা/এনএস

কৃষকদের মানববন্ধন ভাড়া বৃদ্ধি হিমাগারে আলু সংরক্ষণ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর