Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় প্রকাশ্যে অস্ত্রধারীর গুলি, শিশুসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ১৩:৪১ | আপডেট: ১৩ জুন ২০২১ ১৫:৩৩

কুষ্টিয়া: সদর উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক অস্ত্রধারীর গুলিতে একসঙ্গে থাকা এক নারী-পুরুষ ও একটি শিশু নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে একজনকে আটক করেছে পুলিশ। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, কাস্টমস মোড়ে একটি ভবনের সামনে একটি শিশুসহ একজন নারী ও একজন পুরুষ দাঁড়িয়ে ছিলেন। এ সময় অস্ত্রধারী এক যুবক প্রথমে ওই নারীর মাথায় গুলি করেন। এরপর পাশে থাকা পুরুষের মাথায়ও গুলি করেন। শিশুটি দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করে ঘাতক।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা ওই অস্ত্রধারী যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে।

এ ঘটনা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ তিন জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ নারীকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন অস্ত্রোপচারের সময় মারা গেছেন।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

সারাবাংলা/এএম

অস্ত্রধারী কুষ্টিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর