ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে। এজন্য আগামী ১৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে রিভিউ ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও অ্যাসেসমেন্ট শেষ করার সিন্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৩ জুন) একাডেমিক কাউন্সিলের এক অনলাইন মিটিংয়ে এসব সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সারাবাংলাকে নিশ্চিত করেন।
এ বিষয়ে অধ্যাপক ইমদাদুল হক বলেন, আজকের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগ অনলাইনে রিভিউ ক্লাস এবং মিড পরীক্ষা নেবে। আর আগস্টের ১০ তারিখে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। এছাড়াও ২৯ জুনের আগে ভর্তি ও পরীক্ষার ফরম ফিলাপ কার্যক্রম শেষ করতে হবে এবং এসব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। আজ (রোববার) সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে সব বিষয় জানানো হবে।
করোনা উপরিস্থির কথা উল্লেখ করে উপচার্য বলেন, পরীক্ষা অনেকটাই করোনার পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করে তাহলে আমরা আমাদের সিদ্ধান্তে অটুট থাকব।’
উল্লেখ্য, দ্রুত আটকে থাকা বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রশাসনকে বিভিন্ন মাধ্যমে জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে আজকে ক্লাস পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।