কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
১৪ জুন ২০২১ ০১:০৮
ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় মুসা (২৫) নামের এক যুবক মারা গেছে। রোববার (১৩ জুন) রাত ৮টা দিকে এই ঘটনাটি ঘটে। মৃতদেহ বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। নিহতের কাছে থাকা মোবাইলের মাধ্যমে তার নাম ঠিকানা শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, নিহত যুবকের নাম মুসা। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। বাবার নাম সগির মিয়া। বর্তমানে সে মধ্যবাড্ডা পাঁচতলা এলাকায় থাকতো। নতুন বাজার এলাকায় একটি দোকানে কম্পিউটার মেরামতের কাজ করতো মুসা।
মৃতদেহ এখনও পুলিশ হেফাজতে আছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/পিটিএম