রাঙামাটি: জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের লুলাংছড়ি এলাকার পাত্থর মনি চাকমা (৬০) নামে এক গ্রামপ্রধানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুন) রাত নয়টার দিকে নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
এ খবর নিশ্চিত করে জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম বলেন, অজ্ঞাত বন্দুকধারি সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন।
ওসি জানান, এ ঘটনায় পাহাড়ের বিবাদমান চার আঞ্চলিক দলের কেউই এখনো মুখে খোলেনি।