Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটির নিচে ১ হাজার বছর ধরে অক্ষত ডিম

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২১ ১৩:০৯

মাটির নিচে ১ হাজার বছর ধরে অক্ষত অবস্থায় টিকে ছিল একটি ডিম। সম্প্রতি ইসরাইলের ইয়াভেন শহরে খনন কাজের সময় অক্ষত এ ডিমটি উদ্ধার হলো।

ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভাগ তাদের ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য প্রকাশ করেছে। এতে ডিমটির ছবির দিয়ে জানানো হয়, ইয়াভেনে খনন করার সময় ১ হাজার বছরের পুরনো এ ডিম পাওয়া গেছে।

ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞ ড. লি পেরি এ ব্যাপারে জানিয়েছেন, এটি অত্যন্ত বিরল আবিষ্কার। এর আগে এতো প্রাচীন কোনো ডিম সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায়নি। যদিও জেরুজালেমে বহু প্রাচীন ডিমের খোসা পাওয়া গিয়েছিল তবে কোনো অক্ষত ডিম নয়।

এবারের ডিমটি কী কারণে অক্ষত অবস্থায় রয়ে গেল তা নিশ্চিত করে বলতে পারেননি ইসরাইলের বিশেষজ্ঞরা।

ওই প্রত্নতাত্ত্বিক দলের সদস্য আলা নাগরস্কি বলেন, ‘আজকাল ডিম খুব কম সময় সুপারমার্কেটের কার্টনে ভালো থাকে। সেখানে একটি ডিম এক হাজার বছরের পুরানো এবং অক্ষত, ভাবতেও অবাক লাগে’। খবর এনডিটিভির।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর