Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে আরও ৯০ জনের করোনা শনাক্ত, মারা গেলেন ৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১৩:৪২

যশোর: গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে আরও ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন তিনজন। সরকারি হিসেবে, এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে যশোরে করোনা শনাক্তের হার অনেক বেশি। বেড়েছে মৃত্যুও। শনাক্তের হার ৩৯ শতাংশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত তিনজনের মধ্যে দুইজন করোনা রোগী এবং অপরজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন।

বিজ্ঞাপন

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে। বর্তমানে করোনা ডেডিকেটেড ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন।

এদিকে করোনার উর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় কঠোর বিধিনিষেধ চললেও তা মানছে না সাধারণ মানুষ। প্রশাসন বলছে, লকডাউন কার্যকর করতে তাদের সকল বিভাগ একযোগে কাজ করছে।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস যশোর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর