Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন বিল সংসদে উত্থাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১৬:২৮

ঢাকা: পরিচালকের মেয়াদ সরকারের সন্তুষ্টির ভিত্তিতে দুই মেয়াদে অনূর্ধ্ব তিন বছর বহাল রেখে এবং সরকারের কাছ থেকে দীর্ঘ মেয়াদি ঋণ নেওয়ার বিধান রেখে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধনী) বিল-২০২১ সংসদে উত্থাপন করা হয়েছে। বিলে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) থেকে ঋণ নিলে আগের চেয়ে বেশি সাজার বিধান রাখা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৯ গুণ বাড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ মে) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিলটি একমাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বর্তমান আইন অনুযায়ী, করপোরেশন থেকে কেউ ঋণ নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণী দেন বা জেনেশুনে মিথ্যা বিবরণী ব্যবহার করলে কিংবা করপোরেশনে যেকোনো ধরনের জামানত নিতে প্রবৃত্ত করলে দুই বছর কারাদণ্ড, দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। বিলে সেটাকে বাড়িয়ে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান আইনে অনুমোদিত মূলধন ১১০ কোটি আর পরিশোধিত মূলধন ছিল ১১০ কোটি টাকা। প্রস্তাবিত আইনে অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রস্তাব করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

এইচবিএফসি সংসদ অধিবেশন হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর