Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১৮:০২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত (৪৫) বছরের একজন পুরুষ রোগী শনাক্ত হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরে এ বিষয়ে কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের সঙ্গে।

সারাবাংলাকে তিনি বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজন রোগী হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি আছে। এক সপ্তাহ আগে সে খুলনা থেকে এসে আমাদের এখানে ভর্তি হয়। এখানকার চিকিৎসকরা বোর্ড বসিয়ে তাকে চিকিৎসা দিচ্ছেন। তবে ব্ল্যাক ফাঙ্গাস রোগী এটিই প্রথম না। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী সারাবাংলাকে মারুফ বলেন, ‘এই রোগী ২৮দিন আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে আমাদের হাসপাতালে ভর্তি হন তিনি। তখন উনার মাথাব্যথা এবং ডানচোখে সমস্যা হচ্ছিল।’

ডা. মারুফ বলেন, ‘আমরা তাকে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন সন্দেহ করি। গত পরশু নাক-কান-গলা বিভাগের সহযোগিতা নিয়ে তার নাকে অপারেশন করি। এবং স্যাম্পল নিয়ে ফাঙ্গাস টেস্ট করতে দিই বারডেম হাসপাতালে। সেখানে রোগীর হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার তিনটাতেই ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। বর্তমানে রোগীর চিকিৎসা চলছে।’

তিনি বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন। নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার আরাফাত সৌরভ অপারেশনটি সম্পন্ন করেন। অপারেশনের আগে শ্বাসকষ্ট ছিল। এখন স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। আমাদের বিশ্বাস, রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর