Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি ও সংকট নিয়ে সংসদে কঠোর সমালোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১৮:৫৬

ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি ও জনবল সংকট নিয়ে কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা। সংসদ অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা করোনা সংক্রমণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। এই আলোচনা অংশ নিয়ে সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন স্বাস্থ্য খাত বিশেষজ্ঞদের পরিবর্তে আমলাতান্ত্রিক নির্দেশে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন।

এক সপ্তাহ বিরতির পর সোমবার (১৪ জুন) সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সরকারি দলের সংসদ সদস্য মুহম্মদ ফারুক খান, শাহাজান খান, নারায়ণ চন্দ্র চন্দ, ওয়াশিকা আয়েশা খান ও উম্মে কুলসুম স্মৃতি, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের শিরীন আখতার এবং বিরোধীদল জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী ও অ্যাডভোকেট সালমা ইসলাম।

বাজেটের ওপর সাধারণ আলোচনার সূত্রপাত করে ফারুক খান বলেন, ‘বাজেটের বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে। কোভিড মোকাবিলায় ভ্যাকসিন কর্মসূচির বিকল্প নেই। এ লক্ষ্যে বাজেটে ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘ভ্যাকসিন কর্মসূচি এগিয়ে নিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে বিদেশ থেকে ভ্যাকসিন সংগ্রহ, বাংলাদেশে উৎপাদন এবং দেশেই ভ্যাকসিন উদ্ভাবন ও তৈরি করতে হবে।’ তিনি অভিযোগ করেন, ‘প্রকল্প পরিচালকদের অবহেলাসহ নানা কারণে উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন হয় না। প্রকল্প পরিচালকদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হলে প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়ন সম্ভব হবে।’

ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন স্বাস্থ্য খাতের সমালোচনা করে বলেন, ‘মানুষের জীবন রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, অদক্ষতা, আমলাতান্ত্রিক খবরদারিত্বে বাস্তবে রূপ নিতে পারেনি। করোনা রোধে স্বাস্থ্য খাত বিশেষজ্ঞদের পরিবর্তে আমলাতান্ত্রিক নির্দেশে পরিচালিত হওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। চোখের সামনে দেখেছি মাস্ক, পিপিই, করোনা টেস্ট নিয়ে জাল-জালিয়াতি। একজন শাহেদ, একজন সাবরিনা গ্রেফতার হয়েছে, কিন্তু যারা সচিত্র চুক্তি সই করল, কাজ দিল, তারা ধরা ছোঁয়ার বাইরে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ প্রথমেই ভ্যাকসিন সংগ্রহ করে সফলভাবে গণভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে ভ্যাকসিন সরবরাহের পরিণতি দেখছি। ভ্যাকসিন নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়েছি। আগামী মাসগুলোতে যে ভ্যাকসিন আসবে তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। দেশের ১২ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে না পারলে করোনা সংক্রমণ রোধ হবে না। এই ভ্যাকসিন সরকারকেই সংগ্রহ করতে হবে। দেশে ভ্যাকসিন উৎপাদনের যে সক্ষমতা আছে তাকে কাজে লাগাতে হবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বৈশ্বিক মহামারির মধ্যেও শেখ হাসিনার সরকার একটি প্রযুক্তিনির্ভর উন্নত সমৃদ্ধ জাতি গড়তে প্রস্তাবিত বাজেটে প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়িয়েছেন। আমাদের উন্নত-সমৃদ্ধশালী দেশ গড়তে অবশ্যই প্রযুক্তির পথ ধরে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিকে এগিয়ে যাবার হাতিয়ার হিসাবে গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এক যুগ ধরে জাতিকে সে পথে সাফল্যের সঙ্গে পরিচালিত করে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন।’ গত এক যুগে দেশে প্রযুক্তি খাতের অর্জনগুলো সংক্ষিপ্ত আকারে সংসদে তুলে ধরেন তিনি।

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি তুলে শাজাহান খান বলেন, ‘স্বাস্থ্য খাতে জনবল বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। আড়াইশ বেডের হাসপাতাল হয়েছে, কিন্তু জনবল নেই। যার কারণে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।’ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে ডিজাস্টার ঘটে গেছে। যারা সেকেন্ড ডোজ পাচ্ছেন না তাদের কী হবে? সরকারকে তাদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ভ্যাকসিন নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। একক সিদ্ধান্তে কেনার কারণে বাংলাদেশ আজ ট্র্যাপে পড়েছে।’

উপকূলীয় অঞ্চলের জীবন-জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে বিশেষ বরাদ্দের দাবি জানান সাবেকমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে উপকূলের জনগণ। তাদের রক্ষায় সরকারের ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে হবে। এ জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।’

সরকারি দলের উম্মে কুলসুম বলেন, ‘স্বাস্থ্য খাতের বিষয় আমরা অনেক কথা শুনছি। আগামীতে যেন স্বাস্থ্য খাতে দুর্বৃত্তায়ন আসতে না পারে সেদিকে নজর দিতে হবে।’ বাজেটে সামাজিক নিরপত্তা খাতে অধিক বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আলোচনা টপ নিউজ সংসদ স্বাস্থ্য খাত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর