Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইম স্কেল: প্রাথমিকের ৪৮ হাজার শিক্ষকের আপিল আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ২০:২২

ঢাকা: বেসরকারি থেকে জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র নিয়ে জারি করা রুল খারিজের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

সোমবার (১৪ জুন) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৪৮ হাজার শিক্ষকের পক্ষে আইনজীবী মোকছেদুল ইসলাম এ আবেদন দায়ের করেন।

এর আগে হাইকোর্ট গত ২৮ ফেব্রুয়ারি সারাদেশের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র নিয়ে রিট খারিজ করে রায় দিয়েছিলেন।

এর ফলে বেসরকারি থেকে সরকারি (২০১৩-২০১৪ সালে) হওয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘টাইম স্কেল’ সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রের বৈধতা পেয়েছিল।

তারও আগে গত ১৩ জানুয়ারি বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘টাইম স্কেল’র সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছিল আপিল বিভাগ। একইসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র নিয়ে এ রিট মামলাটি তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট বেসরকারি থেকে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘টাইম স্কেল’র সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা আদেশের মাধ্যমে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের ক্ষেত্রে টাইম স্কেল বাতিল করে অতিরিক্ত অর্থ ফেরত নিতে নির্দেশ দেওয়া হয়।

এরপর অর্থ মন্ত্রণালয়ের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ শিক্ষকরা হাইকোর্টে রিট দায়ের করে। শুনানি শেষে হাইকোর্ট পরিপত্র স্থগিত করে রুল জারি করে। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পরে স্থগিতাদেশ তুলে দিতে শিক্ষকরা আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগকে রিট মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

পরে গত ২৮ ফেব্রুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শিক্ষকের টাইম স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র নিয়ে জারি করা রুল খারিজ করে দেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

প্রাথমিক বিদ্যালয় বেসরকারি থেকে জাতীয়করণ শিক্ষকের টাইম স্কেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর