ভারতে তরুণীকে নির্যাতন: একজন কারাগারে, আরেকজনের দোষ স্বীকার
১৪ জুন ২০২১ ২১:৪৫
ঢাকা: সম্প্রতি ভারতে নির্যাতনের শিকার তরুণীকে পাচারে জড়িত থাকার অভিযোগের গ্রেফতার আবদুস সালাম মোল্লা নামে এক আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আমিরুল ইসলাম নামে আরেক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৪ জুন) মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পুলিশ পরিদর্শক মহিউদ্দিন ফারুক দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন।
আদালতে আমিরুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। মামলার আরেক আসামি আবদুস সালামকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
আবেদনের পরিপ্রেক্ষিতে আমিরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা। আরেক আসামি আবদুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ৮ জুন এই দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সারাবাংলা/এআই/টিআর
নারী পাচার ভারতে তরুণীকে নির্যাতন স্বীকারোক্তিমূলক জবানবন্দী