প্রতারণার এক মামলায় সাহেদের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
১৪ জুন ২০২১ ২২:০০
ঢাকা: প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও বদরুন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
সিমেন্ট ও বালু কিনে টাকা পরিশোধ না করার ঘটনায় ২০২০ সালের ৭ জুলাই এ মামলা দায়ের করেন মুনা ট্রেডার্সের মালিক জয়নাল আবেদীন।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে প্রতারণাসহ আরও বেশকিছু মামলা বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত মোহাম্মদ সাহেদ ও সংঘবদ্ধ চক্রের সদস্যদের বিরুদ্ধে ৩০টি মামলার তথ্য পাওয়া গেছে।
গত বছরের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে করোনাভাইরাসের ভুয়া পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়।
পরে ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সারাবাংলা/কেআইএফ/টিআর