Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ২২:২৮

চুয়াডাঙ্গা: করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে শুরু হয়ে ১৪ দিন চলবে এই লকডাউন।

সোমবার (১৪ জুন) দুপুরে দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত এ সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান।

বিজ্ঞাপন

করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুসহ অন্যরা।

সভা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার বাড়ছে। বিশেষ করে দামুড়হুদা উপজেলায় ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ কারণে দামুড়হুদা উপজেলা লকডাউন দেওয়া হয়েছে। মাইকিং করে লকডাউনের বিধিনিষেধগুলো জানিয়ে দেওয়া হবে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, রোববার (১৩ জুন) রাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে ১৩২টি নমুনা পরীক্ষার ফল আসে। নতুন আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৩৫ জনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা। দামুড়হুদা উপজেলায় আশঙ্কাজনক হারে করোনা বাড়ছে।

এর আগে, গত ২ জুন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী সাতটি গ্রামে এবং ৬ জুন কুড়ুলগাছী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আরও ৯টি গ্রামসহ মোট ১৬টি গ্রামে লকডাউন ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন।

সারাবাংলা/টিআর

১৪ দিনের লকডাউন দামুড়হুদা উপজেলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর