Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ০০:০০

জয়পুরহাট: জেলার সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি নুর ইসলাম নুরুকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ জুন) বিকালে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় নিজ দোকানের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

নুর ইসলাম নুরু জয়পুরহাট শহরের আরামনগর এলাকার মৃত কিনু মণ্ডলের ছেলে ও জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি। জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত জানান, গত এক বছর আগে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের দায়ে নুরুকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে ডিবি কর্মকর্তা শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাটার মোড় এলাকায় বিকেল ৫টার দিকে তার নিজ দোকানের সামনে থেকে তার প্যান্টের ডান পকেটে রাখা ৫০০ পিস ইয়াবাসহ নুর ইসলাম নুরুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সারাবাংলা/এনএস

ইয়াবাসহ আটক স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর