Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ১০:৩৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বেরিবাধ এলাকায় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সালমা বেগম (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৪ জু) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বেরিবাধ আরএস সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপ পরিদশর্ক (এসআই) মো. জাফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বিস্তারিত ঠিকানা জানা যায় নি।

বিজ্ঞাপন

তিনি জানান, রাতে একটি ট্রাক বেরিবাধে আরএস সিএনজি স্টেশনে গ্যাস নিচ্ছিল। তখন খালি ট্রাকটির উপরে বসা ছিলো ওই নারী শ্রমিক। তিনি ওই ট্রাকেরই শ্রমিক। মাটি কাটার কাজ করতো। ট্রাকে আরও কয়েকজন শ্রমিক থাকলেও চালকসহ তারা ট্রাকের আশেপাশে দাড়িয়ে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ ট্রাকের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ট্রাকের উপরে বসে থাকা ওই নারী ছিটকে দূরে গিয়ে পড়েন।

এসআই আরও জানান, খবর পেয়ে আমাদের মোবাইল টিম ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আর কেউ আহত হয়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত নারীর বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ টপ নিউজ নারী নিহত

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর