Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ১২:৪০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর জুরাইনে নির্মাণাধীন ভবন থেকে পরে কবির হোসেন (১৭) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

মঙ্গলবার (১৫জুন) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী মতিউর রহমান জানান, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি গ্রামে। কবিরের বাবার নাম মো. আলাউদ্দিন। বর্তমানে ওই ভবনটিতেই তারা থাকতো এবং সেখানেই কাজ করতো।

মতিউর আরও জানান, জুরাইন জামে মসজিদের পাশে একটি নির্মাণাধীন ৮ তলা ভবনে রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করত কবির। দশ দিন আগে সে কাজে যোগ দিয়েছে। আজ সকালে ভবনটির ৬ তলায় কাজ করার সময় পা পিছলে ৫ তলায় পড়ে যায় কবির। এতে সে মাথায় আঘাত পায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পড়ে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

টপ নিউজ নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর