চবিতে হল বন্ধ রেখে সশরীরে হবে পরীক্ষা
চবি করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ২০:২৪
১৫ জুন ২০২১ ২০:২৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনার কারণে স্থগিত সব পরীক্ষা সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
অধ্যাপক বেনু কুমার দে সারাবাংলাকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সব পরীক্ষা সশরীরে নেওযা হবে। পরীক্ষা কমিটি সভাপতি, বিভাগীয় সভাপতি, সংশ্লিষ্ট ডিন পরীক্ষার তারিখ ঘোষণা করবেন এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন। আর যাদের অনলাইনে ক্লাস চলছে তারা যদি কোর্স কমপ্লিট করতে পারে একই নিয়মে তাদেরও পরীক্ষা নেওয়া হবে। তবে হল বন্ধ থাকবে। সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত হল খোলা যাবে না।
সারাবাংলা/সিসি/পিটিএম