জয়পুরহাট: পৌর শহরের হারাইল এলাকায় পাওনা টাকার জন্য মামা মোস্তাক হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগনে রাজু আহম্মেদের বিরুদ্ধে। এছাড়াও মামাকে বাঁচাতে এসে রাজুর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তার খালাতো ভাই জিম হোসেন (১৮)।
বুধবার (১৬ জুন) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাক হোসেন (৩৪) জয়পুরহাট পৌর শহরের হারাইল গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে, জিম হোসেন (১৮) একই এলাকার জহুরুল ইসলামের ছেলে ও হামলাকারী রাজু আহম্মেদ এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, মামা মোস্তাককে কিছু টাকা ধার দেন রাজু আহম্মেদ। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে রাজু ঘর থেকে ধারালো ছুরি এনে তার মামা মোস্তাকের শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকেন। এ সময় রাজুর খালাতো ভাই ও মোস্তাকের অপর ভাগনে জিম মামাকে বাঁচাতে এগিয়ে এলে রাজু তাকেও আঘাত করেন।
পরে এলাকাবাসী এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেন। এছাড়াও আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাককে মৃত ঘোষণা করেন। জিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।