Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাংবাদিকদের আবাসনের জন্য প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৪:০২

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

ঢাকা: সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সরকার সকল সংবাদপত্রের গণমাধ্যম কর্মীদের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। করোনার সংক্রমণের কারণে আক্রান্ত সাংবাদিকদের পরিবারের সহায়তা প্রদানের জন্য ১০ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এ বিষয়ে শেখ হাসিনা বলেন, সরকার সকল সংবাদপত্রের গণমাধ্যম কর্মীর ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, উভয় গণমাধ্যমের সাংবাদিকরা তাদের নিজেদের কর্মস্থলে চাকুরির অনিশ্চয়তায় ভোগেন, যা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। তাদের চাকুরির এ অনিশ্চয়তা দূর করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণয়ন করতে যাচ্ছে গণমাধ্যম কর্মী আইন (চাকুরির শর্তাবলী), যা বর্তমানে অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনা কারণে প্রেসক্লাবের আয় কমে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রেসক্লাবের অনুকূলে ৫০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সংবাদকর্মীদের কল্যাণে বর্তমান সরকার আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৩ সালে ৮ম সংবাদপত্র রোয়েদাদ (মজুরিকাঠামো) ঘোষণার মাধ্যমে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন ও অন্যান্য সুয়োগ সুবিধা নিশ্চিত করে সরকার।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ১৮৮টি পত্রিকায় ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়িত হয়েছে। এছাড়া নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার মাধ্যমে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করবার লক্ষ্যে সরকার কাজ করছে।

বর্তমান সরকার দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় নিরপেক্ষ সংবাদ পরিবেশনের লক্ষ্যে নানা সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় গুরুতর আহত সাংবাদিকদের দেশ ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যয়ভার সরকার কর্তৃক বহন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহায়তার জন্য সাংবাদিকদের অর্থ প্রদান করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

জাতীয় সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের আবাসন প্রকল্প

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর