Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের মদ্যপান হারাম, পুরুষদের কি বৈধ?— প্রশ্ন হারুনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৬:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, আমাদের মাথায় এমন একটি বিষয় ঢুকে গেছে যে, নারীরা ক্লাবে গেলে তাদের খুব সহজেই খারাপ মেয়ে বলে দিতে পারি। নারীদের মদ্যপান হারাম, পুরুষদের কি বৈধ?

বুধবার (১৬ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র-২০২১’ বিল পাসের আগে সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘নারীরা দেশেই যেখানে নিরাপদ নয়, সেখানে বাইরে আমরা নারী শ্রমিক পাঠাচ্ছি। সেখানকার অবস্থা তো আরও ভয়াবহ ও বীভৎস। নারী শ্রমিক বিদেশে পাঠানো বন্ধ করা যায় না?’

তিনি বলেন, ‘আমাদের ইসলামিক আইনে আছে, নারীরা বাইরে গেলে মাহরুম লাগে। সেখানে নারীদের পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে। সেখানে যেয়ে বিপদগ্রস্ত হলে, কোনো সংকটে পড়লে তাকে কে নিরাপত্তা দেবে? সেখানকার অ্যাম্বাসিগুলোও খবর নেয় না। নারী পাচারকারীরা তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর তাদের আর দায়-দায়িত্ব নেই। বিষয়টি নারী ও শিশু মন্ত্রণালয় খুবই গুরুত্ব সহকারে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

বিএনপির দলীয় সংসদ সদস্য বলেন, নারীরা কাজে যাওয়ার ক্ষেত্রে নিরপত্তাহীনতায় ভুগছে। অনেক ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্র যদি কড়া মেসেজ দিতে না পারে, আইনের সঠিক প্রয়োগ যদি না হয়, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। রাস্তায়, ট্রেনে, বাসে, লঞ্চে বিভিন্ন যায়গায় নারীরা সাংঘাতিকভাবে নিঘৃত হচ্ছে। শিশু দিবাযত্ন কেন্দ্র আইন পাসের ফলে নারীদের কর্মসংস্থানের বিরাট একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। জেলা-উপজেলায় পর্যায়ে এ ধরণের কেন্দ্র নির্মাণ করলে বহু নারী কিন্তু কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবেন।’

তিনি বলেন, ‘গত পরশু দিনের (পরীমনি) ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু বোট ক্লাবটির ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। ক্লাবটির সভাপতি আমাদের পুলিশ প্রধান। সেই ক্লাবটি নদীর মধ্যে অবস্থিত। সেটি ভাইরাল হচ্ছে। তুরাগ নদীর পার দখল করে ক্লাবটি হচ্ছে কি না- সেটি দেখার বিষয় আছে।’

সারাবাংলা/এএইচএএইচ/পিটিএম

অধিবেশন জাতীয় সংসদ টপ নিউজ নারী পুরুষ মদ্যপান হারাম হারুনুর রশীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর