ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বুধবার (১৬ জুন) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই জানিয়েছে, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত তশোফা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) রোশনা আক্তার অংশ নেন।