আলীকদমে ডায়রিয়ার ১১ জনের মৃত্যু
১৬ জুন ২০২১ ১৮:০২
বান্দরবান: জেলার আলীকদমে ডায়রিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সংকটাপন্ন তিন রোগীকে সেনা সহায়তায় হেলিকপ্টারে করে আলীকদমের দুর্গম কুরুকপাতা থেকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুন) দুপুর দুইটায় সংকটাপন্ন রোগীদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ায় প্রায় শতাধিক নারী-পুরুষ আক্রান্ত হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় মেনলে ম্রো (৫), আং চং ম্রো (৭০) এবং রেপং ম্রো (১২) কে দুর্গম মাংরুম পাড়া থেকে সদর হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে, পরিস্থিতি মোকাবিলায় বিপুল পরিমাণ জীবনরক্ষাকারী ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাওয়ার স্যালাইন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি দুর্গত এলাকায় পাঠিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি, ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছে তারা।
এ ব্যাপারে কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্রো জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে এর আগের সপ্তাহেই আট জন মারা গেছেন। আরও শতাধিক ব্যক্তি বিভিন্ন পাড়ায় আক্রান্ত রয়েছেন।
সারাবাংলা/একেএম