Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোরো সংগ্রহ সফল করতে প্রতিশ্রুতি থাকতে হবে: খাদ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৮:০৫

ফাইল ছবি

ঢাকা: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলমান বোরো সংগ্রহ সফল করার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না হবে না।

বুধবার (১৬ জুন) ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২১-এর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ধান কিনতে মাঠে নামতে হবে। খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে। তাহলে খাদ্য বিভাগ কেন ধান কিনতে পারবে না?’ এসময় ভোক্তার যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সংগ্রহ অভিযান সফল করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘মিল মালিকদের অন্যায্য কোনো সুবিধা দেওয়া হবে না। তাদের কাছ থেকে চুক্তি অনুযায়ী বোরো সংগ্রহ করে অভিযান সফল করতে হবে।’ এ জন্য খাদ্য কর্মকর্তাদের আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। খাদ্য অধিদফতরের ঢাকা ও ময়ময়নসিংহ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বোরো সংগ্রহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর