নুসরাতকে আত্মহত্যার প্ররোচণার মামলায় স্বামী মামুন রিমান্ডে
১৬ জুন ২০২১ ১৮:৩৪
ঢাকা: রাজধানীর আগারগাঁয়ে সংসদ সচিবালয় কোয়ার্টারে নুসরাত জাহানের আত্মহত্যার প্ররোচণার মামলায় স্বামী মিল্লাত মামুনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৬ জুন) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জামিল হোসাইন আসামি মিল্লাত মামুনকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় দায়ের করা আত্মহত্যার প্ররোচণার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এক দিনের রিমান্ডের আদেশ দেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামি মিল্লাত মামুন ভিকটিম নুসরাত জাহানকে মারধর করে মানসিক নির্যাতনসহ বিভিন্ন অবজ্ঞাজনক কথা বলেন। এ কারণে নুসরাত অপমানবোধ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে তাদের বিয়ের হলফনামার ফটোকপি, দুই পৃষ্ঠায় নুসরাতের লেখা সুইসাইড নোট এবং তাদের একটি ছবি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে র্যাব-২-এর একটি দল মিল্লাত মামুনকে গ্রেফতার করে। নুসরাতের মৃত্যুর ঘটনায় তার বাবা রত্ম কান্তি রোয়াজা গত ১২ জুন শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, মামুন মিল্লাত নিজেকে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে নুসরাত জাহানকে ২০১৯ সালে ফুঁসলিয়ে বিয়ে করে ধর্মান্তরিত করেন। বিয়ের কিছুদিন পর থেকে মিল্লাত নুসরাতকে শারীরিক, মানসিক আঘাত ও নির্যাতন শুরু করেন। যা নুসরাত তার বাবাকে জানায়। গত ১২ জুন সকাল সাড়ে ১০ টার দিকে নুসরাত তার বাবাকে ফোন দিয়ে জানায়, মিল্লাত তাকে শারীরিক নির্যাতনসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তাকে বাসা ছেড়ে চলে যেতে বলেছে। না গেলে হত্যার হুমকি দেয়। পরে নুসরাত আত্মহত্যা করে।
সারাবাংলা/এআই/পিটিএম