Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ এবং যশোরে আরও ১ সপ্তাহের কঠোর বিধিনিষেধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৮:৪০

cকরোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় নওগাঁ এবং যশোরে আরোপিত কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বুধবার (১৬ জুন) জেলা প্রশাসন থেকে জারি করা গণবিজ্ঞপ্তির মাধ্যমে কঠোর বিধিনিষেধ ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নওগাঁয় করোনা আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৫ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২১.৮১ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট তিন হাজার ১৬১ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৬ জনের। আর সুস্থ হয়েছেন দুই হাজার ২৬২ জন।

অন্যদিকে, যশোরে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫২৮ নমুনা পরীক্ষা করে ২৪৯ করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত একজন এবং উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। তারা সকলেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

অপরদিকে, জরুরি সভা থেকে নতুন করে আরও চার ইউনিয়নকে লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। আরবপুর, চাঁচড়া, উপশহর ও নওয়াপাড়া। এসব ইউনিয়নে নিত্যপণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখতে হবে। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। ঘোরাফেরা করা যাবে না যত্রতত্র। লকডাউনে বন্ধ থাকবে আন্তঃজেলা বাস চলাচল। যশোর থেকে কোনো রুটে যাত্রীবাহী বাস চলাচল করবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

যশোর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৩০০ পরিবারে তৈরি খাবার সরবরাহ করবে রেডক্রিসেন্ট যশোর ইউনিট।

সারাবাংলা/একেএম

করোনাভাইরাস নওগাঁ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর