Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের পর ভিডিও ধারণ, কবিরাজ গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৯:২৬

টঙ্গী: গাজীপুর মহানগরীর পূবাইলে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ওই কবিরাজ ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেছে— এক নারী এমন অভিযোগ তুলে কবিরাজ আল আমিনের বিরুদ্ধে মামলা করেছেন। পূবাইল থানা পুলিশ মঙ্গলবার রাতে আল আমিনকে গ্রেফতার করেছে।

কবিরাজ আল আমিন (৩২) পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে তার দ্বিতীয় বিয়ে হয়। ওই সংসারে কোনো সন্তান না হওয়ায় সেই নারীর দ্বিতীয় স্বামী তাকে ছেড়ে চলে যান। স্বামীকে ফিরিয়ে আনতে ভুয়া কবিরাজ আল আমিনের দ্বারস্থ হন ওই নারী।

বিজ্ঞাপন

কবিরাজ আল আমিন স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও করে রাখেন আল আমিন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মাসের পর মাস ধর্ষণ করতে থাকেন সেই দুই সন্তানের জননীকে।

সেই নারী জানান, ধর্ষণের পাশাপাশি আল আমিন বিভিন্ন সময় তার কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় দেড় লাখ টাকা।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলম জানান, ওই নারী বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করে। পরে মঙ্গলবার রাতে আল আমিনকে গ্রেফতার করা হয়।

বুধবার আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একে

গাজীপুর ধর্ষণ ভণ্ড কবিরাজ