।। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্তের দাবি জানিয়েছে ছাত্রলীগ। বুধবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছাত্রলীগ নেতারা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
উপাচার্য দেশের বাইরে থাকায় স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদ।
এ সময় আরও উপস্থিত ছিলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর এ কে এম গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
স্মারকলিপিতে তিন দফা দাবি জানিয়েছে ছাত্রলীগ। দাবিগুলো হলো- অভিযুক্ত শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা, আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদ বলেন, আমরা স্মারকলিপি পেয়েছি। উপাচার্য দেশের বাইরে আছেন। দেশে ফিরলে স্মারকলিপি হস্তান্তর করা হবে। তিনিই এ বিষয়ে করণীয় নির্ধারণ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগর সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিকৃতি করছেন এই শিক্ষক। দেশের ইতিহাস বিকৃতিকারী এই শিক্ষক অবশ্যই বরখাস্ত করতে হবে। তাছাড়া ছাত্রলীগ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
গত ২৬ মার্চ দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ‘জ্যাতিমর্য় জিয়া’ শিরোনামে একটি উপ সম্পাদকীয় লেখেন। সেখানে তিনি বঙ্গবন্ধুকে অবমাননা ও ইতিহাস বিকৃতি করেছেন বলে অভিযোগ করে ছাত্রলীগ। গত মঙ্গলবার এই অধ্যাপককে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ।
সারাবাংলা/টিএম/এটি