‘আগস্টে আসছে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ ভ্যাকসিন’
১৭ জুন ২০২১ ০৮:৪২
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রনে আগামী আগস্ট মাসের মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, আগস্ট মাসে কোভ্যাক্স থেকে বাংলাদেশ ১০ লাখ অ্যাস্ট্রোজেনকার ভ্যাকসিন পাবে। আমরা সেই চিঠি পেয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এবং আশা করি এটি নিশ্চিত। সেখানে ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাব।
তবে অন্যান্য ভ্যাকসিন কবে আসবে তা এখনো পুরোপুরি নিশ্চিত নন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, চীনের সিনোফার্মের ভ্যাকসিন পেতে সব ধরনের কাগজপত্র সেখানে পাঠানো হয়েছে, তবে তারা এখনো আমাদের কোনো কিছু জানায়নি।
তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গেও আমাদের ভ্যাকসিন পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। তাদের থেকে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে দুয়েকদিনের মধ্যে ভালো খবর আসতে পারে। ভারতের সিরাম ইনস্টিটিটের সঙ্গেও নিয়মিত আলোচনা হচ্ছে। তবে তারা ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে কোনো আপডেট জানায়নি।
সারাবাংলা/এসবি/এসএসএ