Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ০৯:০২

নারায়ণগঞ্জ: সদর উপজেলার ফতুল্লায় চালককে গলা কেটে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গে‌ছে ছিনতাইকারীরা। বুধবার (১৬ জুন) রাত আড়াইটার দিকে সদর উপজেলার পিলকুনি মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে যাত্রীবেশে অটোরিকশাটি ভাড়া করে ছিনতাইকারীরা। পাগলা দিকে যাচ্ছিল। পথে পিলকুনি এলাকায় অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন চালক। এ সময় ছিনতাইকারীরা তাকে গলা কেটে হত্যা শেষে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।

তিনি আরও জানান, হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এএম

গলা কেটে হত্যা ছিনতাই টপ নিউজ নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর