জুলাই থেকে ফের গণটিকা কার্যক্রম শুরুর আশা প্রকাশ
১৭ জুন ২০২১ ১৩:৩৮
ঢাকা: সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই থেকে ফের গণটিকা কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
ড. আহমেদ কায়কাউস বলেন, গতকালও কয়েকটি দেশের সঙ্গে বসেছিলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা দয়ায় টিকা চাই না। প্রধানমন্ত্রী সবসময় বলেছেন ফ্রি দরকার নাই, টাকা দিয়ে দেন। যেখানে পাওয়া যায় সেখানেই টাকা দেন।
তিনি আরও বলেন, প্রত্যাশা করছি জুলাই মাস থেকে আমরা আবারও গণটিকা দিতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন ও উপ-পরিচালক (উপ-সচিব) জাহেদুর রহমান।
সারাবাংলা/এনআর/এএম