Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মদের লাইসেন্স কে দিয়েছে?— উত্তপ্ত সংসদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ১৪:১৯

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, জিয়াউর রহমান লাইসেন্সে মুসলমানদের মদ খাওয়াকে নিষিদ্ধ করেছিলেন।

বৃহস্পতিবার (১৭ জুন) অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে গিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনের সভাপতিত্ব করছিলেন।

জবাবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রবীণ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, এদেশের তরুণ প্রজন্মকে নষ্ট করার পথ বঙ্গবন্ধু বন্ধ করেছিলেন। তার আমলে মদের লাইসেন্স হয়নি। জিয়াউর রহমান প্রথম মদের লাইসেন্স দিয়েছেন।

পরে হারুনুর রশিদকে চ্যালেঞ্জ জানান তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বলেন, আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি ওই আইন নিয়ে সংসদে দেখাবেন, কোথায় জিয়াউর রহমান সাহেব লিখে দিয়ে গেছেন মুসলমান মদ খাইতে পারবে না।

এ আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাও। তিনি বলেন, বঙ্গবন্ধু কোনো সময় কোনো ধরনের মদের লাইসেন্স অনুমোদন দেননি।

এ সময় শেখ ফজলুল করিম সেলিম আরও বলেন, এদেশের তরুণ প্রজন্মকে নষ্ট করার পথ বঙ্গবন্ধু বন্ধ করেছিলেন। সুতরাং সত্যকে সত্য স্বীকার করেন। এর জন্য দায়ী হলো বিএনপি, দায়ী জিয়াউর রহমান। অন্য কেউ দায়ী নয়। মদের লাইসেন্স জিয়াউর রহমান প্রথম দিয়েছে।

তিনি দাবি করেন, ওই সময় জিয়াউর রহমান একটি জাহাজে ভ্রমণে গিয়েছিলেন। মদ খেয়েছেন আর রাখি খানের ড্যান্স দেখেছেন।

তিনি আরও বলেন, আমাদের সরকার সবসময় মদ, জুয়াসহ কোনো ধরনের অপকর্মের কখনোই পারমিশন দেয় না, দেবেও না। বার বন্ধ করতে গেলে আপনারাই চিৎকার, এটা বন্ধ করা যাবে না।

সারাবাংলা/এএইচএইচ/এএম

মদের লাইসেন্স


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর