Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলায় নুরসহ ৫ জনকে অব্যাহতি, আল মামুনের নামে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ১৭:৫১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় অব্যাহতির আবেদন করা হয়েছে। তবে এ মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আসলাম উদ্দিন মোল্লা এ মামলার চার্জশিট দেন।

বিজ্ঞাপন

ভিপি নুরসহ অব্যাহতির সুপারিশ করা আসামিরা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।

২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরের নাম উল্লেখ করা হয়।

একই অভিযোগে গত বছরের ২১ সেপ্টেম্বর কোতয়ালী থানায় ছয়জনের বিরুদ্ধে আরেকটি মামলাটি করে ওই শিক্ষার্থী।

সারাবাংলা/এআই/একে

টপ নিউজ ধর্ষণ মামলা নুরুল হক নুর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর