Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুগোপযোগী চিকিৎসা সেবা আইন প্রণয়নে এফবিসিসিআই’র আহ্বান


২৮ মার্চ ২০১৮ ১৯:৪০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সাধারণ জনগণের স্বার্থ বিবেচনা করে যৌক্তিক ও যুগোপযোগী ‘চিকিৎসা সেবা আইন’ প্রণয়ের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। একই সঙ্গে ‘বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা’ আইন প্রণয়নেরওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বুধবার (২৮ মার্চ) এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ‘এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ শীর্ষক এক সভায় সংগঠনের নেতারা এই তাগিদ দেন। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আইন দু’টি মন্ত্রণালয়ে রয়েছে। বক্তাদের আলোচনায় আরও গুরুত্ব পায় বেসরকারি চিকিৎসাখাতের উন্নয়নে ‘আর্থিক নীতিমালা’ প্রণয়ন।

সভায় বক্তারা বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির সুবিধা এবং ঋণ পরিশোধের মেয়াদ দীর্ঘ করার দাবি জানান।

কমিটির চেয়ারম্যান এ বি এম হারুন সভায় সভাপতিত্ব করেন। স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন-চার্জ প্রীতি চক্রবর্তী সভায় কমিটির বর্তমান করণীয় এবং ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন।

এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং সংগঠনের পরিচালক হাফেজ হারুন আলোচনায় অংশ নেন।

এছাড়াও কুমুদিনি উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডেল্টা হাসপাতাল লিমিটেড, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, জাহান আরা ক্লিনিক লিমিটেড ও হেলথ্ সিটিসহ বিভিন্ন মেডিকেল চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর