Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে ৫৩ বেঞ্চ গঠন প্রধান বিচারপতির

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ১৯:৪২

ঢাকা: বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চ খুলে দেওয়া হয়েছে। এখন থেকে হাইকোর্টে ৫৩টি বেঞ্চ বসবে মামলা পরিচালনা করার জন্য।

রোববার (২০ জুন) হতে ভার্চুয়ালি সব বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্টে আগাম জামিন শুনানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধান বিচারপতির সই করা এ সংক্রান্ত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় চলতি বছরের এপ্রিল মাস থেকে সীমিত পরিসরে ভার্চুয়ালি আদালত মামলা পরিচালনা করা হতো। ১৮টি বেঞ্চ এতদিন ভার্চুয়ালি মামলা করা হতো।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

টপ নিউজ প্রধান বিচারপতি বেঞ্চ গঠন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর