Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় বালু উত্তোলন: ৮ জনকে ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ২০:৪০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটজনকে আটক করে তাদের কাছ থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এনায়েতপুরে এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন এলাকার সাদেকুল ইসলাম (২৪), আলাউদ্দিন (৫৪), রঞ্জু মিয়া (৩৫), খোকন (২৬), আব্দুল হামিদ (২৮), আব্দুল মতিন (২৩), আব্দুল আজিজ (২৬), নুরন্নবী (২৩)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত সপ্তাহখানেক ধরে জেলার চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজের নেতৃত্বে একটি চক্র যমুনার মাঝ নদী উড়াপাড়া, ইজারাপাড়া, মৌহালীসহ আশপাশ থেকে ২টি ড্রেজার দিয়ে বালু তুলছিল। এ বালুগুলো তারা বিক্রির জন্য এনায়েতপুর স্পার বাঁধে মজুদ করছিল। এ নিয়ে এলাকা জুড়ে অভিযোগ ওঠায় জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

এ সময় ড্রেজারের মুল পরিচালনাকারীরা পালিয়ে গেলেও তাদের ৮ সহযোগীদের আটক করে সদিয়াচাঁদপুর ইউনিয়ন ভুমি অফিসে রাখা হয়। এরপর আটককৃত বালুদস্যুদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হলে তারা চার লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান।

সারাবাংলা/একে

বালু উত্তালন ভ্রাম্যমাণ আদালত যমুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর