Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে নতুন প্রক্টর 


২৮ মার্চ ২০১৮ ১৯:৪৩

।। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ।। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনকে সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া আরও ১২ জন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবীবুর রহমান, আইন ও বিচার বিভাগের প্রভাষক সুপ্রভাত পাল, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক সোলরানা আকতার, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক সুমাইয়া শিফাত, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মিরাজ রহমান খান, সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক আকলিমা আক্তার, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোসাব্বের হোসেন, লোক প্রশাসন বিভাগের মনির উদ্দিন শিকদার, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী গোলাম মর্তুজা, ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের প্রভাষক এস এম এ মওদুদ আহমেদ।

নতুন প্রক্টরের দায়িত্বপ্রাপ্ত সিকদার মো. জুলকারনাইন বলেন, আমি ক্যাম্পাসের শৃঙ্খলা বৃদ্ধি করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর