Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মেলনের জন্য প্রস্তুত আছি: নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ২১:০১

চট্টগ্রাম ব্যুরো: কেন্দ্রের নির্দেশনা পেলেই যেকোনো সময় সম্মেলন করার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় নাছির একথা জানান।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমাদের মধ্যে প্রথম শর্ত হচ্ছে, দলকে সুসংগঠিত করা। এর মানে বৈরিতা বা আত্মঘাতী সমালোচনা নয়। কারণ বৈরিতা আমাদের প্রতিপক্ষকে ইন্ধন দেবে। মহানগর আওয়ামী লীগ চট্টগ্রামে দলকে গতিশীল রেখেছে, ভয়কে জয় করেছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ তৃণমূল স্তরের কমিটিগুলো পুনর্গঠিত করা হবে। কেন্দ্রের নির্দেশনা পেলেই মহানগর আওয়ামী লীগের সম্মেলন করতে আমরা প্রস্তুত আছি।’

সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এক ও অভিন্ন সত্তা। সকলকে একযোগে কাজ করতে হবে। সকল ভেদাভেদ পরিহার করতে হবে। এজন্য প্রয়োজনে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে। কারণ তৃতীয় মেয়াদে ক্ষমতা থাকায় আওয়ামী লীগে অবঞ্চিত সুযোগ-সন্ধানীদের ভিড় বেড়ে গেছে।’

সভায় জানানো হয়, আগামী ২০ ও ২১ জুন চট্টগ্রামে কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভা হবে। সভায় নগরীর পাঁচ সাংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেল, আফছারুল আমিন, মোছলেম উদ্দিন আহমেদ, এম এ লতিফ এবং দিদারুল আলম থাকবেন। এছাড়া নগরীর সংশ্লিষ্ট থানা এবং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়করাও উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শফর আলী ও শেখ মো. ইছহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক মিয়া প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

আ জ ম নাছির উদ্দীন সম্মেলন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর