চট্টগ্রাম নগর আ. লীগের বৃক্ষরোপণ কর্মসূচি
১৮ জুন ২০২১ ১৯:৫০
চট্টগ্রাম ব্যুরো: বর্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার (১৮ জুন) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে গাছের চারা লাগিয়ে এই কর্মসূচি শুরু করেন নগর আওয়ামী লীগের নেতারা।
এ উপলক্ষে আয়োজিত সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রকৃতিকে না বাঁচালে প্রাণিজগত বাঁচবে না। তাই বৃক্ষ মানেই জীবন। জীবন বাঁচাতে গাছ লাগাতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রত্যেক নেতাকর্মীকে কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমরা যারা নগরে আছি, নিজের বাড়িতে বা ছাদে বাগান তৈরি করতে পারি। এই করোনাকালে একটাই কামনা- নিজেকে এবং প্রকৃতিকে ভালবাসুন।’
নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
সারাবাংলা/আরডি/এমও