ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী বশির উদ্দিন (৪৪) নামে এক পুলিশ সদস্য মারা গেছে। তিনি মিরপুর ডিভিশনের এসি পেট্রোলের বডিগার্ড ছিলেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান ওই পুলিশ সদস্য। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস জানান, পটুয়াখালীর দুমকী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে বসির উদ্দিন।
বশির উদ্দিন মিরপুর ডিভিশনের এসি (পেট্রোল) এর বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন। মিরপুর এলাকার একটি ফাঁড়িতে থাকতেন।
এসআই আরও জানান, হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন তিনি। গত রাতে কাজ শেষে হাজারীবাগ থেকে ফ্যান নিয়ে সাইকেল চালিয়ে মিরপুরের দিকে ফিরছিলেন। ধানমন্ডি ৭ নম্বর রোডে ঢাকা ব্যাংকের সামনে এলে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায়। মৃতদেহের পাশে তার সাইকেল ও ফ্যানটি পড়ে ছিল।
পুলিশ মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ধানমন্ডির এসআই পলাশ বিশ্বাস।