Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১২:৪০

সাতক্ষীরা: জেলায় চলমান লকডাউনের ১৬তম দিন। এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন।

এ নিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৫৭ জন। আর উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২৬৪ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৯২টি নমুনা পরীক্ষা করে ৫৬টি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬০ দশমিক ৮৬ শতাংশ।

সরেজমিনে জেলা ঘুরে দেখা যায়, সাতক্ষীরায় সকাল থেকে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে জনসাধারণ ও যানবাহনের গতিনিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও অনেক সময় তা সম্ভব হচ্ছে না। হাটবাজারে সাধারণ মানুষের ভিড় লক্ষণীয়। ভোমরা স্থলবন্দরে সীমিত পরিসরে চলছে আমদানি-রফতানি কার্যক্রম।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর