Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে উপাচার্যের বাসভবনে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের তালা!

রাবি করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১২:৫৫

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় যোগদান নিশ্চিতের দাবিতে দুটি প্রশাসন ভবন, সিনেট ভবন ও উপাচার্য বাসভবনে তালা ঝুলিয়েছে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা। শনিবার (১৯ জুন) সকাল ৯ টায় ভবনগুলোতে তালা লাগায় তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ফাইন্যান্স কমিটির একটি সভা হওয়ার কথা আছে। এ ছাড়া আগামী ২২ তারিখ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। তবে এই সভা দুটি যাতে অনুষ্ঠিত হতে না পারে, সে কারণেই ভবনগুলোত তালা লাগিয়েছে তারা।

বিজ্ঞাপন

পরে আন্দোলনের মুখে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার বাসভবনে দেখা করেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত ১৩৭ জনের ৩০ জনের একটি দল।

তারা রুটিন উপাচার্যের কাছে আজই যোগদান নিশ্চিতের দাবি জানান। যোগদান করতে না দেওয়া হলে না হলে বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলেও জানান

নিয়োগপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন। তিনি আমাদের ফিরে যেতে বলেছেন এবং নিয়োগের বিষয়ে কালকের মধ্যেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।’

এ বিষয়ে রুটিন উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অর্থবছর শেষ হতে যাচ্ছে। সে জন্য আমরা একটি ফাইন্যান্স কমিটির সভা ডেকেছিলাম। উদ্ভূত পরিস্থিতিতে আমরা সে সভা স্থগিত করেছি।’

নিয়োগপ্রাপ্তদের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা নিয়োগপ্রাপ্তদের আশ্বস্ত করেছি। নিয়োগরাপ্তদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপণ জারি করায় এ বিষয়ে আমাদের হাত-পা বাঁধা রয়েছে। আমরা শিক্ষামন্ত্রণালয়কে এবিষয়ে একটি বিহিত করতে অনুরোধ জানিয়েছি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৬ মে উপাচার্য হিসেবে শেষ কার্যদিবস পালন করেন অধ্যাপক এম আব্দুস সোবহান। মেয়াদের শেষ দিনেই অ্যাডহকে নিয়োগ দেন ১৪১ জনকে। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান, স্ত্রী ও স্বজন, ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মী ও সাংবাদিক রয়েছেন।

বিতর্কিত এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে এদিন সন্ধ্যায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করে গত ২৩ মে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এতে এ নিয়োগকে ‘অবৈধ’ উল্লেখ করা হয়। তদন্ত কমিটি এ নিয়োগে বিদায়ী উপাচার্যসহ বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে।

সারাবাংলা/একে

উপাচার্যের বাসভবন টপ নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিতে অবৈধ নিয়োগ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর