Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের ভ্যাকসিন চুক্তি বাতিল করল ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২১ ১৪:২৬

ইসরাইলের সঙ্গে করোনাভাইরাস ভ্যাকসিন চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। শনিবার (১৯ জুন) বিনিময় চুক্তিটির এক দিনের মাথায় ফিলিস্তিন জানিয়েছে, ফাইজারের ওই ১০ লাখ ভ্যাকসিনগুলোর মেয়াদ খুবই কম। তাই এগুলো সময়মতো ব্যবহার করা কঠিন।

ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা বলেন, ‘তারা (ইসরাইল) আমাদের বলেছিল, ভ্যাকসিনগুলো জুলাই বা আগস্টে মেয়াদ উত্তীর্ণ হবে। কিন্তু যখন এগুলো আমাদের হাতে এলো— আমরা ভ্যাকসিনের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখলাম। অনেক ভ্যাকসিনের মেয়াদ জুনেই শেষ হচ্ছে। এসব ভ্যাকসিন ব্যবহার করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে নেই। তাই চুক্তিটি বাতিল করেছি’।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ইসরাইলের কোনো বক্তব্য এখনও জানা যায়নি।

মূলত আগামী সেপ্টেম্বর নাগাদ মার্কিন কোম্পানি ফাইজারের ১৪ লাখ ভ্যাকসিন ফিলিস্তিনের পাওয়ার কথা রয়েছে। এদিকে ৫৫ শতাংশ নাগরিকের উপর ভ্যাকসিন প্রয়োগের পর ইসরাইলের হাতে উদ্বৃত্ত রয়েছে ১০ লাখের বেশি ভ্যাকসিন। এসব ভ্যাকসিনের মেয়াদ শীঘ্রই শেষ হতে যাচ্ছে। ফলে মেয়াদ উত্তীর্ণের আগেই এসব ভ্যাকসিন কাজে লাগাতে ফিলিস্তিনকে সরবরাহ করার প্রস্তাব দেয় ইসরাইল। ফলে শুক্রবার ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইসরাইলের মধ্যে এক বিনিময় চুক্তি হয়। এ চুক্তির আওতায় ফিলিস্তিন যখন সেপ্টেম্বর নাগাদ ফাইজারের ভ্যাকসিনগুলো হাতে পাবে তখন তা ইসরাইলকে ফিরিয়ে দেওয়ার শর্ত থাকে।

তবে ইসরাইলের পাঠানো ভ্যাকসিনের মেয়াদ এ মাসেই শেষ হওয়ায় চুক্তির এক দিনের মাথায় তা বাতিল করে দিলো ফিলিস্তিন কর্তৃপক্ষ।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর